কলকাতার মিন্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার মিন্ট এর (SPMCIL) দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর - IGMK/HR(Estt.)/Rect./02/2022।
আবেদন করতে হবে অনলাইনে ২৯ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) জুনিয়র টেকনিশিয়ান টার্নার (CNC অপারেটর)
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
২) জুনিয়র টেকনিশিয়ান (মেশিনিস্ট)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
৩) জুনিয়র টেকনিশিয়ান (ফার্নেসম্যান)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
৪) জুনিয়র টেকনিশিয়ান (ওয়েলডার)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
৫) জুনিয়র টেকনিশিয়ান (মেকানিকাল)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
৬) জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রনিক্স)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
৭) ল্যাব অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
৮) সাব স্টেশন অপারেটর
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট এবং লাইসেন্স থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা
৯) সুপারভাইজার (অ্যাসেয়)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে প্রথম শ্রেণীর ডিপ্লোমা বা বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৭,৬০০/- টাকা - ৯৫,৯১০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সীমা ডিসেম্বর, ২০২২ থেকে জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।
কলকাতা, দিল্লী, মুম্বাই এবং হায়দ্রাবাদ এ পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা আছে।
পরীক্ষার সিলেবাস, নম্বর, ধরণ প্রভৃতি বিস্তারিত তথ্য জানতে দেখুন SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট igmkolkata.spmcil.com/Interface/JobOpenings ।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ২৯ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
ইন্টিমেশান চার্জ বাবদ এক্সামিনেশন ফি ৬০০/- টাকা।
তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল ইন্টিমেশান চার্জ বাবদ ২০০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/ IMPS ইত্যাদির মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট igmkolkata.spmcil.com।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।