ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অন্তর্গত কলকাতা সিটি NUHM সোসাইটিতে অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 08/Kolkata City NUHM Society/2023 - 2024।

সরাসরি ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে নিয়োগ করা হবে।

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দিয়ে দেওয়া হল :-

 

পোস্টের নাম -  মেডিক্যাল অফিসার

শূন্যপদ - ২৪টি

যোগ্যতা - এমবিবিএস ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা ও MCI দ্বারা স্বীকৃত হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৬৭ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ২৪,০০০/- টাকা

চুক্তিভিত্তিক মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

সরাসরি ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ২২ নভেম্বর, ২০২৩ তারিখ।

সময় - সকাল ১১:৩০টা থেকে ১২:৩০টা পর্যন্ত

ঠিকানা - Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Bannerjee Road, Kolkata - 700013

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন KMC এর অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ