ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতা পৌরসভার অন্তর্গত ন্যাশনাল আর্বান হেলথ মিশন (NUHM) সোসাইটির জন্য কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - 05/Kolkata City NUHM Society/2022-23।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৭ আগস্ট, ২০২৩ তারিখ থেকে এবং শেষ তারিখ ১২ আগস্ট, ২০২৩।

 

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল - 

 

পোস্টের নাম - ল্যাবরেটরি টেকনিশিয়ান

শূন্যপদ - ৮টি

যোগ্যতা - ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি/গণিত বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ বা সমতুল্য এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

পারিশ্রমিক - ২২,০০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্য এর ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের কম্পিউটার টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.in।

১ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৭ আগস্ট, ২০২৩ তারিখ থেকে এবং শেষ তারিখ ১২ আগস্ট, ২০২৩। আবেদন পত্র ডাউনলোড করতে হবে মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইট kmcgov.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি, ছবি সহ আবেদন পত্র খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - " Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society, CMO Building, 5 S.N. Bannerjee Road, Kolkata - 700013 "।

 

উল্লেখিত আবেদন পত্রের খাম CMO Building এর 2nd ফ্লোরের 254 নং ঘরে গিয়ে জমা করতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইট kmcgov.in

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ  গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ