ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কর্ণাটক ব্যাঙ্ক লিমিটেডে অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ২৬ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

 

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল - 

 

পোস্টের নাম - অফিসার

যোগ্যতা - যে কোন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/এগ্রিকালচার সায়েন্স বা ল বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী/ফাইন্যান্স বা মার্কেটিং এ এমবিএ ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতন - প্রায় ১,০০,০০০/- টাকা

প্রবেশন পিরিয়ড - ১ বছর

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সীমা সেপ্টেম্বর, ২০২৩।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.karnatakabank.com

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.karnatakabank.com এর মাধ্যমে ২৬ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

 

আবেদন মূল্য ৮০০/- টাকা + GST চার্জ। তবে এসসি/এসটির ক্ষেত্রে আবেদন মূল্য ৭০০/- টাকা + GST চার্জ।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI প্রভৃতির মাধ্যমে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.karnatakabank.com

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ