ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : গ্র্যাজুয়েট পাশ যোগ্যতা থাকলেই সুপ্রিম কোর্টে চাকরির সুযোগ(Supreme Court of India Recruitment 2025)। জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে শতাধিক কর্মী নিযুক্ত করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ৮ মার্চ, ২০২৫ তারিখের মধ্যে।



উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :- 



পোস্টের নাম - জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট 

শূন্যপদ - ২৪১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ টাইপ করার এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৮ মার্চ, ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ৭২,০৪০/- টাকা



নির্বাচন পদ্ধতি



লিখিত পরীক্ষা, কম্পিউটার নলেজ টেস্ট  এবং টাইপিং টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট www.sci.gov.in



আবেদন পদ্ধতি



আবেদন করতে হবে অনলাইনে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট www.sci.gov.in এর মাধ্যমে ৮ মার্চ, ২০২৫ তারিখের মধ্যে।


আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স - সার্ভিসম্যান/ প্রতিবন্ধী প্রভৃতি ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ২৫০/- টাকা।

টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট www.sci.gov.in


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ