ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রতিষ্ঠান রিজার্ভ ব্যাঙ্ক ‘জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে কর্মী নিয়োগ করবে।

আবেদন করতে হবে অনলাইনে। অনলাইন আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০২১।

শূন্যপদ

Sr. No Recruitment Zone Reservation EXS PwD
SC ST OBC EWS GEN Total EXS I EXS II A B C D
Junior Engineer (Civil)
1 East 0 1 1 0 3 5 0 0 0 0 0 0
2 West 0 2(1) 3 1 4 10 0 1 0 0 1 0
3 North 0 0 2 0 3 5 0 0 0 0 0 0
4 South 0 0 1 0 2 3 0 0 0 0 0 0
5. Central 0 0 0 0 1 1 0 0 0 0 0 0
Junior Engineer (Electrical)
1 East 1 0 2 0 4 7 0 0 0 0 0 0
2 West 2 1(1) 2 1 4 10 0 1 0 0 1 0
3 North 1 0 1 0 3 5 0 0 0 0 0 0
4 South 0 0 1 0 1 2 0 0 0 0 0 0
5 Central 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

 

শিক্ষাগত যোগ্যতা

 

সিভিল ইঞ্জিনিয়ারিংঃ কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর সহ যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। তফসিলি ও প্রতিবন্ধী দের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর থাকলেই হবে। অথবা,

কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তফসিলি ও প্রতিবন্ধী দের ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর থাকলেই হবে।

ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংঃ কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর সহ যে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। তফসিলি ও প্রতিবন্ধী দের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর থাকলেই হবে। অথবা, কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ যে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তফসিলি ও প্রতিবন্ধী দের ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর থাকলেই হবে।

ডিপ্লোমা হলে ২ বছর এবং ডিগ্রি হলে ১ বছর অভিজ্ঞতা থাকতে হবে।

 

বয়স

 

০১/০২/২০২১  এর হিসেবে ২০ থেকে ৩০ বছর। তপসিলি প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

 

নিয়োগ পদ্ধতি

 

অনলাইন পরীক্ষা এবং ভাষাগত দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।

অনলাইন পরীক্ষা

Sr. No. Name of Tests
(Objective)
No. of
Questions
Maximum Marks
(Total Weighted Score)
Total Time
1 English Language 50 50 150 mins
(separate time for each section)
2 Engineering Discipline Paper I 40 100
3 Engineering Discipline Paper II 40 100
4 General Intelligence and Reasoning 50 50
  Total 180 300  

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন ফি ৪৫০ টাকা (SC/ST/PWD/EXS- ৫০ টাকা)। অনলাইনে আবেদন করতে হলে আবেদনকারীর ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই।পরীক্ষার যাবতীয় তথ্য আবেদনকারীর ই-মেল আইডি ও মোবাইল নম্বর এ পাঠানো হবে, তাই নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ই-মেল আইডি ও মোবাইল নম্বর পরিবর্তন করা উচিত নয়। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ