ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ট্রান্সলেশান এর ওপর সার্টিফিকেট কোর্স এ ভর্তি নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এই কোর্সে ভর্তি শুরু হবে আর কয়েকদিনের মধ্যেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধীন “দ্য সেন্টার ফর ট্রান্সলেশন অফ ইন্ডিয়ান লিটারেচারস (CENTIL)” এই কোর্স পরিচালনার দায়িত্বে রয়েছে।

 

কোর্সের বিস্তারিত তথ্য

 

কোর্সের মেয়াদ - ৬ মাস। ২০২৩ এর মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস হবে। সপ্তাহের তিন দিন সোম, বুধ ও শুক্র বিকেল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত ক্লাস হবে কোভিড পরিস্থিতি অনুযায়ী, -  অনলাইন বা অফলাইন এ । 

ট্রান্সলেশন ওয়ার্কশপ দুই থেকে পাঁচ দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হতে পারে। 

কোর্স ফি ৭ হাজার টাকা। ভর্তি নেওয়া হবে অ্যাডমিশান টেস্টের মাধ্যমে। অ্যাডমিশান টেস্ট হবে ৩১ জানুয়ারি, ২০২৩ এ।  

 

কারা আবেদন করতে পারবেন

 

উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। তবে  ইংরেজি এবং বাংলা বা হিন্দি বা নেপালি ভাষাতে জ্ঞান থাকতে হবে। 

 

আবেদনের পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন এর সময়সীমা ৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি, ২০২৩ ।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি – See pdf file

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - www.jaduniv.edu.in/  বা যোগাযোগ করতে পারেন এই নম্বরে – 9831398301 / 7602885140 

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ