ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয় এর  কম্পিউটার এইডেড ডিজাইন সেন্টারে (CAD) জিওইনফরমেটিক্স বিষয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 

কোর্স শেষে প্লেসমেন্টেরও সুযোগ আছে।

কোর্স শুরু হবে চলতি বছরের ১০ জুলাই থেকে।

আবেদন করতে হবে অনলাইনে অ্যাডমিশন পোর্টাল এর মাধ্যমে।

জিওইনফরমেটিক্স বা ভূ -তত্ত্ববিদ্যা হল এমন এক প্রযুক্তি বিজ্ঞান যার মাধ্যমে পরিবেশ, মহাকাশ, ভূ - বিজ্ঞান প্রভৃতির জিওস্প্যাটিয়াল ডেটা সংগ্রহ ও প্রসেসিং, তার অ্যানালিসিস প্রভৃতি করা হয়ে থাকে।

এই কোর্স করে GIS অ্যানালিসিস্ট, GIS টেকনিশিয়ান, জিওলজিস্ট প্রভৃতি হিসেবে চাকরির সুযোগ আছে।

আসন সংখ্যা - ৩০টি।

আগে এলে আগে সুযোগ পাওয়া যাবে।

 

 

কোর্স অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

কোর্সের নাম - জিওইনফরমেটিক্স (পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স)

যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট অথবা কমপক্ষে ৫০% নম্বর সহ যে কোন বিষয়ে বি.এসসি পাশ বা ভূগোল/এনভায়রনমেন্টাল স্টাডিজ এ বি.এ পাশ এবং পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

কোর্সের মেয়াদ - ১ বছর

৬ মাসের দুটি সেমিস্টারে এই কোর্স সম্পূর্ণ করানো হবে।

কোর্স ফি - ৬৪,৯০০/- টাকা

কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুনঃ Click Here to Download

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইন অ্যাডমিশন পোর্টাল https://cadcentreju.org/courses.php এর মাধ্যমে।

আবেদন মূল্য ১০০/- টাকা। টাকা জমা করতে হবে অনলাইনে মাধ্যমের দ্বারা।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ক্যাড সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট https://cadcentreju.org/courses.php

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ