ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২০২৩ - ২৪ শিক্ষাবর্ষে গ্র্যাজুয়েট ডিগ্রী কোর্সে ভর্তি নেওয়া হবে।

আবেদন করতে হবে অনলাইনে ১৮ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগের বিভিন্ন শাখাতে গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি নেওয়া হবে।

 

ইঞ্জিনিয়ারিং এর যে যে শাখাতে ভর্তি নেওয়া হবে সেগুলি হল - 

১) সিভিল ইঞ্জিনিয়ারিং

২) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

৩) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং 

মেয়াদ - ৫ বছর

 

আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টাল HTTPS://JEEDEC.FORMFLIX.COM/ এর মাধ্যমে ১৮ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টাল HTTPS://JEEDEC.FORMFLIX.COM/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ