ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ভারতীয় সেনা বাহিনীতে কর্মী নিয়োগ করা হবে। 

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

কোর্স শুরু হওয়ার সম্ভাব্য সময় এপ্রিল, ২০২৪। ট্রেনিং দেওয়া হবে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি, চেন্নাই, তামিলনাড়ুতে।

আবেদন করতে হবে অনলাইনে ১৯ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

উল্লেখিত পোস্টে  কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-

পোস্টের নাম - এস এস সি (টেকনিক্যাল) - ৬২ [পুরুষ] এবং এস এস সি ডব্লিউ (টেকনিক্যাল) - ৩৩ [মহিলা]

মোট শূন্যপদ - ১৭৫টি (পুরুষ), ১৯টি (মহিলা)

যে যে শাখাতে নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) সিভিল - ৪৭টি (পুরুষ), ৪টি (মহিলা)

২) কম্পিউটার সায়েন্স - ৪২টি (পুরুষ), ৬টি (মহিলা)

৩) ইলেকট্রিক্যাল - ১৭টি (পুরুষ), ২টি (মহিলা)

৪) ইলেকট্রনিক্স - ২৬টি (পুরুষ), ৩টি (মহিলা)

৫) মেকানিকাল - ৩৪টি (পুরুষ), ৪টি (মহিলা)

৬) MISC ইঞ্জিনিয়ারিং - ৯টি (পুরুষ)

 

আরও পড়ুনঃ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এ নিয়োগ 

 

যোগ্যতা - সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখাতে গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য।

বয়স - বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২৪ অনুযায়ী ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

সরকারি নিয়ম বিধি অনুযায়ী বিশেষ কিছু ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - কোর্স শেষে পোস্ট অনুযায়ী বেতন ভিন্ন। তবে ট্রেনিং চলাকালীন ৫৬,১০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।

ট্রেনিং এর মেয়াদ - ৪৯ সপ্তাহ

কাজের মেয়াদ - ১০ বছর। তবে কাজের মান এবং প্রয়োজন অনুসারে পরবর্তীকালে মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে।

কেবল অবিবাহিত পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন। পাশাপাশি যে সকল বিধবা মহিলা ও পুরুষের স্বামী বা স্ত্রী ইন্ডিয়ান আর্মড ফোর্স ডিফেন্স পার্সোনেল এ ছিলেন তারাও আবেদন করতে পারবেন।

 

নির্বাচন পদ্ধতি

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের SSB ইন্টারভিউ ও মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় সেনা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় সেনা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in এর মাধ্যমে ১৯ জুলাই, ২০২৩ এর মধ্যে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় সেনা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ