ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীতে গ্রুপ - সি এর অন্তর্গত বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ ( jobs in Indian Army) করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) পেন্টার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫২০০/- টাকা - ২০,২০০/- টাকা

২) ওয়েল্ডার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫২০০/- টাকা - ২০,২০০/- টাকা

৩) মাল্টি টাস্কিং স্টাফ

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ বা সমতুল্য।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫২০০/- টাকা - ২০,২০০/- টাকা

৪) লাস্কার

শূন্যপদ - ২টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি শারীরিকভাবে সক্ষম হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫২০০/- টাকা - ২০,২০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি 


স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ফিজিক্যাল টেস্ট ও ট্রেড টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন 812 CETC এর এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি।

নিয়োগ করা হবে 812 Combat Engineering Training Camp এ।

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ অক্টোবর, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র সংগ্রহ করতে হবে 812 CETC এর এমপ্লয়মেন্ট নিউজের

বিজ্ঞপ্তি থেকে। প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড করা কপি সহ আবেদন পত্র পূরণ করে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - '

The Officer Commanding, 812 Combat Engineering Training Camp, Pin - 913812, c/o 99 APO '।

খামের উপর অবশ্যই স্ট্যাম্প দিতে হবে এবং লিখতে হবে - ' APPLICATION FOR THE POST OF (পোস্টের নাম) '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন 812 CETC এর এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ