ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক - আপনি কি গ্র্যাজুয়েট পাশ? সরকারি চাকরি খুঁজছেন? তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। কারণ কলকাতার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা উভয়েই আবেদন করতে পারবেন। শুরুতেই বেতন প্রায় ৪০,০০০/- টাকা।
আবেদন প্রক্রিয়া শেষ হবে ২৫ মার্চ, ২০২২ অর্থাৎ আর মাত্র ৪ দিন বাকি।

আরও পড়ুন - গ্রুপ সি পোস্টে মোট ১৫৩১ জন কর্মী নিয়োগ

যে সকল পোস্টে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল - 
১) কিউরেটর 'B'
শূন্যপদ - ৫টি

২) অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার
শূন্যপদ - ১টি

 আরও পড়ুন এখনই চাকরি চাই ? আবেদন করুন এই ১০ টি কোম্পানিতে

৩) সেকশন অফিসার
শূন্যপদ - ২টি

৪) অফিস অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি

আবেদন করার শেষ তারিখ ২৫ মার্চ, ২০২২। আবেদনের জন্য NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট https://ncsm.gov.in/recruitment/   থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। তারপর তা ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Controller of Administration, National Council of Science Museums, Block -33GN, Sector - V, Saltlake, Kolkata - 700091 '


 আরও পড়ুন - গ্র্যাজুয়েট দের IIT তে চাকরি, এই সুযোগ মিস করবেন না

ক্রমিক  ১ ও ২ নং পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৫০০/- টাকা এবং ক্রমিক ৩ ও ৪ নং পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/ এক্স - সার্ভিসম্যান/ মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
টাকা জমা করতে হবে ব্যাঙ্কের মাধ্যমে। 
টাকা জমা করার ঠিকানা - Indian Overseas Bank
A/c number - 164201000000491
A/c type - Savings
IFSC code - IOBA0001642
MICR Code - 700020049
Branch Address - Sector V, Saltlake, Kolkata - 700091

পোস্ট অনুযায়ী যোগ্যতা, বয়স প্রভৃতি ভিন্ন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিঙ্কে -  https://www.skillbengal.com/newsbn?slug=Recruitment-at-Science-Museum

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ