ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করলেই সরকারি ইন্সটিটিউটে চাকরি পাওয়ার সুযোগ থাকছে। এই সুযোগ পাওয়া যাবে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে।

Read More -পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ

এখন ফর্ম ফিল আপ চলছে। আবেদনের সুযোগ আর মাত্র ২ দিন। অর্থাৎ ২৯ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। 

মোট ১০৬ টি শূন্যপদ রয়েছে। 

Read More - কয়েক হাজার শূন্যপদে মোট ১৩ টি সরকারি দপ্তরে কর্মী নিয়োগ

দেখে নিন আপনার যোগ্যতা অনুযায়ী কোন পোস্ট রয়েছে - 

১) অফিস অ্যাটেনডেন্টঃ  যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে

Read More - কর্মী নিয়োগ করছে ইন্টেলিজেন্স ব্যুরো

২) ল্যাব অ্যাটেনডেন্টঃ যোগ্যতা - বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ । বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

৩) জুনিয়র অ্যাসিস্ট্যান্টঃ যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং প্রতি মিনিটে কমপক্ষে ৩৫টি শব্দ টাইপ এ দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

Read More - এবার সবার জন্য কাজের খোঁজ

৪) সিনিয়র অ্যাসিস্ট্যান্টঃ যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং প্রতি মিনিটে কমপক্ষে ৩৫টি শব্দ টাইপ করার ও স্প্রেডশিট এবং ওয়ার্ড প্রসেসিং এ দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। 

৫) স্টেনোগ্রাফারঃ যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং প্রতি মিনিটে ৮০টি শব্দ শর্টহ্যান্ড এর দক্ষ হতে হবে। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। 

৬) পার্সোনাল অ্যাসিস্ট্যান্টঃ যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী । পাশাপাশি স্টেনোগ্রাফিতে কমপক্ষে প্রতি মিনিটে ১০০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

এছাড়া ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান, টেকনিশিয়ান, লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, এস এ এস অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিটেনডেন্ট পোস্ট রয়েছে। 

কোন পোস্টের কি যোগ্যতা ও বেতন কত পাওয়া যাবে এই লিঙ্কে - Read Now

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট https://nitdgp.ac.in/p/careers   এ ২৯ এপ্রিল, ২০২২ এর মধ্যে। আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ