ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক :  ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অফিস অ্যাটেনডেন্ট, স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - NITD/Estt./02/10/Non-Teaching/2022।

ব্রেকিং নিউজঃ মোট ৭৭০০ জনের মেধা তালিকা প্রকাশ করল SSC


মোট শূন্যপদ - ১০৬টি। উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। আবেদন করতে হবে অনলাইনে ২৯ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক/এমসিএ ডিগ্রী অথবা, ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ডিপ্লোমা অথবা, প্রথম শ্রেণীর বি.এসসি ডিগ্রী অথবা, কমপক্ষে ৫০% নম্বর সহ এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
পে লেভেল - ৬

আরও পড়ুন - কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ

২) সিনিয়র টেকনিশিয়ান
শূন্যপদ - ১২টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ অথবা কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের আই টি আই কোর্স করা থাকতে হবে অথবা ৬০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের আই টি আই কোর্স করা থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং এর সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে
পে লেভেল - ৪

ব্রেকিং নিউজঃ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার সময় ঘোষণা হল

৩) টেকনিশিয়ান
শূন্যপদ - ২৫টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ অথবা কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের আই টি আই কোর্স করা থাকতে হবে অথবা ৬০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের আই টি আই কোর্স করা থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং এর সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে
পে লেভেল - ৩

আরও পড়ুন - যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

৪) লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - যে কোন শাখাতে প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রী এবং লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।সায়েন্স এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
পে লেভেল - ৬

আরও পড়ুন -  ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে চাকরি

৫) জুনিয়র ইঞ্জিনিয়ার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সিভিল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
পে লেভেল - ৬

৬) এস এ এস অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ফিজিক্যাল এডুকেশনে প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রী এবং নাটক/মিউজিক/পেইন্টিং/ফটোগ্রাফি/জার্নালিজম ইত্যাদির বিভিন্ন ধরণের অ্যাকটিভিটিতে অংশগ্রহণ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
পে লেভেল - ৬

৭) সুপারিটেনডেন্ট
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রী অথবা যে কোন শাখাতে কমপক্ষে ৫০% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
পে লেভেল - ৬

৮) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি স্টেনোগ্রাফিতে কমপক্ষে প্রতি মিনিটে ১০০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 
 বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
পে লেভেল - ৬

৯) স্টেনোগ্রাফার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং প্রতি মিনিটে ৮০টি শব্দ শর্টহ্যান্ড এ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে
পে লেভেল - ৪

১০) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং প্রতি মিনিটে কমপক্ষে ৩৫টি শব্দ টাইপ করার ও স্প্রেডশিট এবং ওয়ার্ড প্রসেসিং এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে
পে লেভেল - ৪

১১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১৪টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং প্রতি মিনিটে কমপক্ষে ৩৫টি শব্দ টাইপ করার ও স্প্রেডশিট এবং ওয়ার্ড প্রসেসিং এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে
পে লেভেল - ৩

১২) ক) ল্যাব অ্যাটেনডেন্ট
শূন্যপদ - ১২টি
যোগ্যতা - বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে
পে লেভেল - ১

১২) খ) অফিস অ্যাটেনডেন্ট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে
পে লেভেল -১


নির্বাচন পদ্ধতি


আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। শর্ট লিস্টেড প্রার্থীদের নামের তালিকা ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট https://nitdgp.ac.in/p/careers এ প্রকাশিত করা হবে।

সেই সকল প্রার্থীদের স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট https://nitdgp.ac.in/p/careers  এ ২৯ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ১০০০/- টাকা। কেবল ক্রমিক ১২ক ও ১২খ নং পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৮০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স- সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট https://nitdgp.ac.in/p/careers  বা কোনো সমস্যা হলে ইমেল পাঠাতে পারেন এই ইমেল আইডিতে - recruitmenthelpdesk@nitdgp.ac.in।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ