ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) এ অ্যাসিস্ট্যান্ট পদে মোট ১৫০ জন কর্মী নিয়োগ করা হবে। 

শুরুতেই বেতন ৬০,০০০/- টাকা। ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ২৫ মে, ২০২২ এর মধ্যে।

আরও পড়ুন-

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য 


১) অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার 

শূন্যপদ - ১৪৪টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার টেকনোলজি/ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার অ্যাপ্লিকেশনে বি.ই/বি.টেক ডিগ্রী অথবা

এমসিএ/কম্পিউটার সায়েন্স এ বি.এসসি ডিগ্রী থাকতে হবে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ এমই/এম.টেক ডিগ্রী থাকলেও আবেদন করা যাবে। এছাড়াও শারীরিক ভাবে সক্ষম হতে হবে।

বয়স - বয়স হতে হবে ২২ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

বেতন - ৬০,০০০/- টাকা

আরও পড়ুন- উচ্চমাধ্যমিক হলেই সরকারি ইন্সটিটিউটে চাকরি, সুযোগ মাত্র ২ দিন

২) অ্যাসিস্ট্যান্ট ডেটা অ্যানালিস্ট

শূন্যপদ - ৬টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোন বিষয়ে বি.ই/বি.টেক/এম.ই/এম.টেক ডিগ্রী অথবা

গণিত/স্ট্যাটিসটিক্স/অপারেশন রিসার্চ এ এম.এসসি/ইকোনমিকস এ এম.এ ডিগ্রী অথবা

এমসিএ/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ বি.এসসি ডিগ্রী থাকতে হবে।

এছাড়াও শারীরিক ভাবে সক্ষম হতে হবে।

বয়স - বয়স হতে হবে ২২ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

বেতন - ৬০,০০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ও শিক্ষাগত যোগ্যতার নম্বরের ছাড় আছে।

আরও পড়ুন- কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ

নির্বাচন পদ্ধতি 

GATE ২০২২ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে শর্ট সিলেক্টেড প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। 

১ বছরের প্রবেশন পিরিয়ড সহ মোট ৫ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে। তবে কাজের গুণাগুণের উপর ভিত্তি করে পরবর্তীকালে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

নিয়োগের পরে নির্বাচিত প্রার্থীদের চুক্তি অনুযায়ী ৩ বছর কাজ করা বাধ্যতামূলক।


আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে CRIS এর অফিসিয়াল ওয়েবসাইট www.cris.org.in এ 
২৫ মে, ২০২২ এর মধ্যে।

তবে মনে রাখতে হবে, আবেদনকারীকে অবশ্যই GATE ২০২২ এর পরীক্ষার্থী হতে হবে।

আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/ মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না। 
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI বা SBI MOPS পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CRIS এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.cris.org.in ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ