ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : জুনিয়র টেকনিশিয়ান পোস্টে কর্মী নিয়োগ করবে ব্যাঙ্ক নোট প্রেস। বিজ্ঞপ্তি নম্বর - BNP/HR/Rectt./03/2022। কমপক্ষে ১৮ বছর হলেই আবেদন করতে পারবেন। শুরুতেই বেতন প্রায় ৩০,০০০/- টাকা।

লিখিত পরীক্ষা চলতি বছরের এপ্রিল/মে মাসে হতে পারে বলে সূত্রের খবর। কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা আছে।

আরও পড়ুন - গ্র্যাজুয়েট দের IIT তে চাকরি, এই সুযোগ মিস করবেন না

আবেদন করতে হবে অনলাইনে ২৮ মার্চ, ২০২২ এর মধ্যে।

মোট শূন্যপদ - ৮১টি। প্রবেশন পিরিয়ড - ১ বছর।

ব্যাঙ্ক নোট প্রেস, দেওয়াসে এই নিয়োগ করা হবে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) জুনিয়র টেকনিশিয়ান (ইংক ফ্যাক্টরি)


শূন্যপদ - ৬০টি (UR-27, EWS-5, SC-8, ST-4, OBC-16, PWD-1)

যোগ্যতা - ডাইস্টাফ টেকনোলজি/পেইন্ট টেকনোলজি/সার্ফেস কোটিং টেকনোলজি/প্রিন্টিং ইনক টেকনোলজি/প্রিন্টিং টেকনোলজিতে ফুল টাইম আই টি আই সার্টিফিকেট হবে। পাশাপাশি NCVT দ্বারা স্বীকৃতি প্রাপ্ত এক বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে।

আরও পড়ুন - গ্রুপ সি পোস্টে মোট ১৫৩১ জন কর্মী নিয়োগ

২) জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং)


শূন্যপদ - ১৯টি (UR-11, EWS-2, SC-2, ST-1, OBC-3, PWD-1)

যোগ্যতা - প্রিন্টিং ট্রেডে ফুল টাইম আই টি আই সার্টিফিকেট এবং প্লেট মেকার কাম ইম্পজিটর, হ্যান্ড কম্পসিং এ ফুল টাইম আই টি আই কোর্স  করে থাকতে হবে।পাশাপাশি NCVT দ্বারা স্বীকৃতি প্রাপ্ত এক বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে।

আরও পড়ুন - ভিলাই স্টিল প্ল্যান্ট এ ট্রেনিং

৩) জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল/আই টি)


শূন্যপদ - ২টি (UR-1, EWS-1)

যোগ্যতা - ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স এ ফুল টাইম আই টি আই সার্টিফিকেট ও NCVT দ্বারা স্বীকৃতি প্রাপ্ত এক বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। 

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে। এছাড়াও নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।


বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা।

 

নির্বাচন পদ্ধতি 

অনলাইনে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। মোট ১২৫ নম্বরের পরীক্ষার সময় সীমা ২ ঘণ্টা। অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে। প্রশ্নপত্র হিন্দি এবং ইংরেজি ভাষাতে হবে। কোনো নেগেটিভ মার্কিং নেই।

পরীক্ষা সংক্রান্ত নির্দিষ্ট তথ্য কল লেটারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কল লেটার ব্যাঙ্ক নোট প্রেসের অফিসিয়াল ওয়েবসাইট https://bnpdewas.spmcil.com থেকে ডাউনলোড করতে হবে। এছাড়াও অন্যান্য তথ্যের জন্য নোট প্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্ক নোট প্রেসের অফিসিয়াল ওয়েবসাইট https://bnpdewas.spmcil.com  এ ২৮ মার্চ, ২০২২ এর মধ্যে। 

লিখিত পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করার মূল্য ৬০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান এর ক্ষেত্রে ইন্টিমেশান চার্জ বাবদ কেবল ২০০/- টাকা জমা করতে হবে। টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ IMPS ইত্যাদির মাধ্যমে। টাকা জমা হয়ে গেলে ই-রিসিট অবশ্যই সংগ্রহ করবেন।

একজন প্রার্থী একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্ক নোট প্রেসের অফিসিয়াল ওয়েবসাইট https://bnpdewas.spmcil.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ