ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

 স্কিল বেঙ্গল ডেস্কঃ  এবার কলেজ পড়ুয়ারাও রোজগারের সুযোগ পেতে চলেছেন। এমনটাই সম্ভব হতে চলেছে ন্যাশানাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশান এবং আমেরিকান ইন্ডিয়ান ফাউন্ডেশান এর যৌথ উদ্যোগে। আপনি নিজে বা আপনার পরিবারের কোনও সদস্য বা আপনার পরিচিত কি কেউ কলেজে পড়ছে? তাহলে তার জন্য এটা সেরা সুযোগ হতে পারে।

কি শিখবে, কিভাবে শিখবে, সার্টিফিকেট পাবে কিনা, প্রশিক্ষণ নেওয়ার পর কাজ পাওয়ার সুযোগ কেমন – এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই প্রতিবেদন। তাই প্রতিবেদন টির শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে যাতে করে আপনি নিজে এই বিষয়ে জেনে নেওয়ার পাশাপাশি অন্যকেও জানাতে পারেন।

বর্তমানে করোনা পরিস্থিতিতে পুরো বিশ্ব ঘরে থেকে রোজগারের পথ বেছে নিতে চাইছেন। তার জন্য প্রতিটি ছেলেমেয়ের ই দরকার ডিজিটালি কিভাবে কাজ করতে হয় তা শিখে নেওয়া।  কিন্তু তা শিখবেন কোথা থেকে? সার্টিফিকেট-ই বা পাবেন কীভাবে? সেই সুযোগ এখন আপনি পেতে পারেন আপনার ঘরে বসেই, ভারতের  যে-কোনো প্রান্ত থেকে।  ন্যাশানাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশান এবং আমেরিকান ইন্ডিয়ান ফাউন্ডেশান এর যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে অনলাইন কোর্স। কোর্সের মেয়াদ ৬ মাস। কোর্সের নাম দেওয়া হয়েছে “online digital skilling program”।শেখানো হবে- সফট স্কিল, ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি এবং আন্ত্রেপ্রেনিওর স্কিল।

মোট ৪ টি মডিউলে কোর্সটিকে ভাগ করা হয়েছে এবং শেষে রয়েছে একটি ফাইনাল পরীক্ষা। প্রতিটি মডিউলের সব চ্যাপ্টার পড়ার শেষে একটা ফাইনাল এসেসমেন্ট দেওয়া হবে। এই পরীক্ষাটি দেওয়া কিন্তু বাধ্যতামূলক। কারণ পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করেই পাওয়া যাবে ই- সার্টিফিকেটটি। তবে ৩ বার করে এক একটি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। ফলে কেউ যদি প্রথমবারের চেষ্টায় পাশ না করতে পারে তবে সে আরও দু'বার সুযোগ পাবে পাশ করার জন্য।আর যারা প্রথম বারে পাশ করে যাবে তারা-ও আরও দু'বার সুযোগ পাবে পরীক্ষা দেওয়ার। পরের দু'বারের চেষ্টায় তারা নিজের নম্বর বাড়িয়ে নিতে পারে। তিন বারের মধ্যে যে বার সবচেয়ে বেশি নম্বর আসবে, সেই নম্বরটিই  সার্টিফিকেটে দেওয়া হবে। এই সার্টিফিকেট আপনার উপযুক্ত প্রশিক্ষণের প্রমাণ। আর প্রশিক্ষণ থাকলে কাজ পেতে কোনও অসুবিধে হয় না।

            এবার প্রশ্ন হল যে কীভাবে আপনি নিজের নাম নথিভুক্ত করবেন?

দেখে নিন-   ভিডিও গাইড

নাম নথিভুক্ত করতে হবে অনলাইনে। তার জন্য ই-স্কিল ইন্ডিয়ার পোর্টাল খুলে স্কিল ইন্ডিয়ার পেজে যেতে হবে এবং আপনি স্কিল ইন্ডিয়ার ব্যানারটি দেখতে পাবেন।যদি ব্যানারটি কোনো কারণে না দেখতে পান তাহলে আপনি করপোরেট ট্রেনিং বাটনটি ক্লিক করবেন এবং সেখান থেকে NSDC, AIF ট্রেনিং প্রোগ্রাম অপশনটিতে যাবেন। 


যদি আপনি নিজের নাম আগেই রেজিস্ট্রার করে থাকেন তাহলে log in করবেন, কিন্তু যদি আপনি নতুন হন তাহলে sign up করবেন। sign up করলে একটি ফর্ম দেখতে পাবেন,  সেখানে নিজের ডিটেলস দিয়ে ফর্মটি ফিলআপ করতে হবে।এরপর আপনার ফোন নম্বর ও ই-মেল আইডি-টি verifi করে নেবেন। verifi হয়ে গেলে Terms & conditions এ "I agree " বাটনটি ক্লিক করে দেবেন। এরপর আপনার রেজিষ্ট্রেশন প্রসেসটির শেষে কুপন কোডটি দিয়ে আপনার নাম এনরোল করবেন। নাম এনরোল করে কোর্স ও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। একবার ল্যঙ্গুয়েজ সিলেক্ট করলে তা কিন্তু আর পরিবর্তন করা যাবে না। তাই মনোযোগ দিয়ে তা করবেন।

এই মহামারী পরিস্থিতিতে রোজগার এর সন্ধান পেলে সবার ই ভালো লাগবে। তাই সোশ্যাল মিডিয়া এবং পরিচিত দের মধ্যে খবর টি শেয়ার করার অনুরোধ রইল। আপনার এই ছোট্ট উপকার একটা পরিবারের রোজগারের সুযোগ করে দিতে পারে। হাসি ফুটবে পরিবারের বাকি সদস্য দের। উপকৃত হবে আপামর সমাজ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ