একাধিক সংস্থায় চাকরির সুযোগ, আবেদন করুন আজই
স্কিল বেঙ্গল ডেস্কঃ দুর্গা পুজোর রেশ এখনও চলছে। তবে তারই মধ্যে কর্মপ্রার্থীরা খোঁজ নিচ্ছেন কোথায় কি চাকরি আছে। ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান। অনেকেই এই খবর পড়ে চাকরি পেয়েছেন। এবার আপনার পালা।
সবার আগে চাকরির খবরের আপডেট পেতে নিয়মিত ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট ।
আজ আমরা আপনাদের জানাবো ৫ টি সংস্থায় কর্মী নিয়োগের খবর।
১) সংস্থার নাম - SkillEnable
পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ এক নজরে মাসের সেরা সরকারি চাকরির খবর
২) সংস্থার নাম - Writex
পোস্টের নাম - অ্যাকাডেমিক কনটেন্ট রাইটার
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাস - ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ ভাইরাল ভিডিও! মেশিন থেকেই ভাঁজ হয়ে বেরিয়ে আসছে জামাকাপড়
৩) সংস্থার নাম - Texcial Lite Private Limited
পোস্টের নাম - ফিল্ড সেলস এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট ক্ষেত্রে ০ - ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ফ্রেশাররা আবেদনের যোগ্য।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ
৪) সংস্থার নাম - Talentwala
পোস্টের নাম - গ্রাফিক ডিজাইনার
সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ফ্রেশাররা আবেদনের যোগ্য।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে moumita.talentwala@gmail.com।
আরও পড়ুনঃ প্রকাশিত হল নোবেল পুরস্কারের পূর্ণ তালিকা
৫) সংস্থার নাম - SabPaisa
পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ - ৬ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
আবেদনের লিঙ্ক Apply Now