ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ এবার কোর্স করিয়ে চাকরির সুযোগ দিচ্ছে ভারতীয় নৌসেনা। ক্যাডেট এন্ট্রি স্কিমে চার বছরের ডিগ্রি কোর্স করার পর পার্মানেন্ট কমিশনে অফিসার র‍্যাঙ্কে চাকরি পাওয়া যাবে।

থাকা খাওয়া সহ  সমস্ত খরচ বহন করবে কেন্দ্র সরকার।

আবেদন করতে হবে অনলাইনে ২৮ আগস্ট, ২০২২ এর মধ্যে।

কোর্স শুরু হওয়ার সম্ভাব্য সময় জানুয়ারি, ২০২৩।

কোর্সের মেয়াদ - ৪ বছর।

কোর্স অনুযায়ী বিস্তারিত তথ্য

১) এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চ

আসন সংখ্যা - ৩১টি

বয়স - বয়স হতে হবে ২ জুলাই, ২০০৩ সাল থেকে ১ জানুয়ারি, ২০০৬ সালের মধ্যে।

 

২) এডুকেশন ব্রাঞ্চ

আসন সংখ্যা - ৫টি

বয়স - বয়স হতে হবে ২ জুলাই, ২০০৩ সাল থেকে ১ জানুয়ারি, ২০০৬ সালের মধ্যে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

যোগ্যতা - প্রতিটি বিভাগের পোস্টের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথেমেটিকস বিষয়ে কমপক্ষে ৭০% নম্বর ও কমপক্ষে ইংরেজি বিষয়ে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

যে সকল ছাত্ররা JEE - Main 2022 (বি.ই / বি.টেক ডিগ্রীর জন্য) পরীক্ষা দিয়েছেন তারা কেবল আবেদন করতে পারবেন। 

নির্বাচন পদ্ধতি

পরীক্ষায় প্রাপ্ত নম্বর অর্থাৎ রাঙ্ক এর উপর ভিত্তি করে ছাত্রদের শর্ট সিলেক্টেড করা হবে SSB ইন্টারভিউ এর জন্য।

ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত পর্যায়ের জন্য ছাত্রদের নির্বাচিত করা হবে।

এছাড়াও মেডিক্যাল এক্সাম নেওয়া হবে।

ইন্টারভিউ হওয়ার সম্ভাব্য সময় সীমা সেপ্টেম্বর/অক্টোবর,২০২২।

কলকাতা সহ ব্যাঙ্গালোর, ভোপাল, বিশাখাপত্তনাম এ ইন্টারভিউ নেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় নৌ সেনার অফিসিয়াল ওয়েবসাইটে  ২৮ আগস্ট, ২০২২ এর মধ্যে।

কেবলমাত্র অবিবাহিত পুরুষেরা আবেদন করতে পারবেন।

একাধিক বিভাগে আবেদন করতে পারবেন না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় নৌ সেনার অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ