ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না । তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

আজ আপনাদের ৫ টি চাকরির সন্ধান দেওয়া হল। দেখে নিন আপনার যোগ্যতা অনুযায়ী কোন কোম্পানিতে আবেদনের সুযোগ রয়েছে -

 

১) সংস্থার নাম -  Bharat Sevashram Sangha Pranab Vidyapith 

পোস্টের নাম - শিক্ষক

বাংলা, ইতিহাস, রসায়ন, কম্পিউটার সায়েন্স বিষয়ের জন্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করা হবে।
ডায়মন্ড হারবার অঞ্চলে নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে ১০ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.bsspv.in

 

আরও পড়ুনঃ সরকারি চাকরি চাই ? আজই ফর্ম ফিলাপ করুন

 

২)  সংস্থার নাম - The Central Modern School

পোস্টের নাম -  শিক্ষক

ইতিহাস, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, M.C.A/B.C.A, স্পোর্টস/P.T, মিউজিক/আর্ট অ্যান্ড ক্রাফট বিষয়ের জন্য সংশ্লিষ্ট বিষয়ে বি.এড ডিগ্রী সহ দক্ষ মহিলা শিক্ষক নিয়োগ করা হবে।

বারাসাত অঞ্চলে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে - info.thecentralmodernschool@gmail.com

 

আরও পড়ুনঃ বলে চার্জ নেই, ম্যাচ আপাতত বন্ধ ! ঘটনা ফুটবল বিশ্বকাপের

 

৩) সংস্থার নাম - New Vista Academy School 

পোস্টের নাম -  শিক্ষক

ইংরেজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, ভূগোল, অ্যাকাউন্ট্যান্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিকস, ম্যাথেমেটিকস, ফিজিক্যাল এডুকেশন, ওয়েস্টার্ন মিউজিক, ওয়েস্টার্ন ড্যান্স এবং প্রি - প্রাইমারি বিষয়ের জন্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে info@newvistaacademy.org

 

আরও পড়ুনঃ DRDO recruitment: কর্মী নিয়োগ করছে কেন্দ্রীয় গবেষনা সংস্থা

 

৪) সংস্থার নাম - Barasat Subhas Chandra College of Education

পোস্টের নাম -  প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাকাউন্ট্যান্ট

বাংলা, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স এবং মিউজিক বিষয়ের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

আবেদনের জন্য ৭ দিনের মধ্যে সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে - barasatscce@gmail.com

বা এই ঠিকানায় - Barasat Subhas Chandra College of Education, Patincha, Mirhati, Duttapukur, 24 Parganas।

যোগাযোগ - 6289805862 / 8697132020

 

আরও পড়ুনঃ Self Defence: আত্মরক্ষা কিভাবে করবেন জানাচ্ছেন পুলিশ, দেখুন ভিডিও

 

৫) সংস্থার নাম -  Loreto College 

পোস্টের নাম - লেডি লাইব্রেরিয়ান

সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রী এবং বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে।

প্রয়োজনীয় তথ্যাদি সহ আবেদন করতে হবে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে এই ঠিকানায় - The Principal, Loreto College, 7, Sir William Jones Sarani, Kolkata - 700071

 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ