ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : বর্ডার সিকিউরিটি ফোর্সে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

ছেলেমেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ৮ জুন, ২০২২ এর মধ্যে।

আরও পড়ুন - 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) ইন্সপেক্টর (আর্কিটেক্ট)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - আর্কিটেকচার এ ডিগ্রী এবং আর্কিটেক্ট অ্যাক্ট ১৯৭২ অনুযায়ী রেজিস্টার্ড হতে হবে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা

২) সাব ইন্সপেক্টর (ওয়ার্কস)
শূন্যপদ - ৫৭টি
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

৩) জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব ইন্সপেক্টর (ইলেক্ট্রিক্যাল)
শূন্যপদ - ৩২টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

আরও পড়ুন - বাচ্চাদের নিয়ে আতঙ্ক বাড়াচ্ছে টোম্যাটো ফ্লু

 

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। 

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

এছাড়াও প্রতিটি পোস্টের ক্ষেত্রেই আবেদনকারীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে।

পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেমি, বুকের ছাতির মাপ ৭৬ সেমি থেকে ৮১ সেমির মধ্যে এবং উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন থাকতে হবে।

 

আরও পড়ুন - আজব নেশায় খোয়া গেল আঙুল, দেখুন ভাইরাল ভিডিও

 

তবে আর্কিটেক্ট পোস্টের ক্ষেত্রে বুকের ছাতির মাপ ৮১ সেমি ও ওজন ৫০ কেজি হতে হবে।

মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫৭ সেমি এবং ওজন কমপক্ষে ৪৬ কেজি।

 

নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা, ডকুমেন্টেশন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

আরও পড়ুন - আবার আসছে ডাইনোসরের দল

 

পোস্ট অনুযায়ী লিখিত পরীক্ষার ধরণ, সিলেবাস, নম্বর প্রভৃতি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে। 

 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in এর মাধ্যমে ৮ জুন, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ২০০/- টাকা।

তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/বিএসএফ সার্ভিং পার্সোনেল/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ