ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ কর্মী নিয়োগের ফলপ্রকাশ করল ঝাড়গ্রাম আদালত। পিওন, প্রসেস সার্ভার, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং স্টেনো পদের লিখিত পরীক্ষা হয়েছিল গত ১১ নভেম্বর, ২০২২ এ। প্রায় ১৫ দিনের মধ্যেই প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হল।

নাম, রোল নম্বর এবং ক্যাটেগরি  অনুযায়ী কে কোন পোস্টে কত নম্বর পেয়েছেন তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। 

 

দেখুন সম্পূর্ণ তালিকা - SEE PDF File

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা প্রথম ধাপের পরীক্ষায় সফল হবেন তাদের নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। পারসোনালিটি টেস্ট বা দ্বিতীয় ধাপের পরীক্ষায় কারা ডাক পাবেন তার মেধা তালিকা খুব শীঘ্রই প্রকাশ করবে আদালত, এমনটাই জানা গেছে।

এই বিষয়ে আর বিস্তারিত তথ্যের জন্য দেখুন আদালতের অফিসিয়াল ওয়েবসাইট - https://districts.ecourts.gov.in/jhargram |

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ