Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৫ আগস্ট, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) আই স্পেশালিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - এমবিবিএস সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পারিশ্রমিক - দিন প্রতি ৭০০/- টাকা
২) ই এন টি স্পেশালিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - এমবিবিএস সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পারিশ্রমিক - দিন প্রতি ৭০০/- টাকা
৩) স্কিন স্পেশালিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - এমবিবিএস সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পারিশ্রমিক - দিন প্রতি ৭০০/- টাকা
৪) প্যাথলজি টেকনিশিয়ান
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ল্যাবরেটরি টেকনিশিয়ান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পারিশ্রমিক - ১০,০০০/- টাকা
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৫ আগস্ট, ২০২৩ এর মধ্যে। সিভি সহ প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - ' Registrar, Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C. Mallick Road, Jadavpur, Kolkata - 700032 '।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - www.jaduniv.edu.in
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।