ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ড্রাইভার, ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - IWST/Estt./2234।

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলে মেয়েরা আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) লাইব্রেরী ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট 
শূন্যপদ - ১টি
যোগ্যতা - লাইব্রেরী সায়েন্স এ ব্যাচেলর ডিগ্রী সহ গ্র্যাজুয়েট পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ৬

 

২) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ অথবা প্রতি মিনিটে ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ২

 

৩) ড্রাইভার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ২

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

নির্বাচন পদ্ধতি

 

স্ক্রিনিং টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন IWST/ICFRE এর অফিসিয়াল ওয়েবসাইট http://iwst.icfre.gov.in বা http://icfre.gov.in

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

বেঙ্গালুরু অঞ্চলে নিয়োগ করা হবে।

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে IWST/ICFRE এর অফিসিয়াল ওয়েবসাইট http://iwst.icfre.gov.in বা http://icfre.gov.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Director, Institute of Wood Science & Technology, 18th Cross, Malleswaram, Bengaluru - 560003 '।

খামের উপর অবশ্যই পোস্টের নাম লিখতে হবে।

প্রসেসিং চার্জ সহ আবেদন মূল্য ৭০০/- টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' in favour of Director, Institute of Wood Science and Technology payable at Bengaluru '।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলাদের ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

কেবল প্রসেসিং চার্জ বাবদ ২০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে।

একাধিক পোস্টে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে। কিন্তু একই পোস্টের জন্য একাধিকবার আবেদন করা যাবে না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IWST/ICFRE এর অফিসিয়াল ওয়েবসাইট http://iwst.icfre.gov.in বা http://icfre.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ