ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়া টুরিজ্যম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। 

আবেদন করতে হবে অনলাইনে ১১ জানুয়ারি, ২০২৪ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) সেলস অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ৭টি

যোগ্যতা - SSC এর CGL এক্সাম টায়ার - I ২০২০/২০২১/২০২২ সালের পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯৭০/- টাকা - ৭১,৬১০/- টাকা

 

২) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস)

শূন্যপদ - ২টি

যোগ্যতা - SSC এর CGL এক্সাম টায়ার - I ২০২০/২০২১/২০২২ সালের পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯৭০/- টাকা - ৭১,৬১০/- টাকা

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে ITDC এর অফিসিয়াল ওয়েবসাইট https://itdc.co.in/careers এর মাধ্যমে ১১ জানুয়ারি, ২০২৪ এর মধ্যে।

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না। 

টাকা জমা করতে হবে অনলাইনে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ITDC এর অফিসিয়াল ওয়েবসাইট https://itdc.co.in/careers

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ