ইন্দো - টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্দো - টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে হেড কনস্টেবল পোস্টে কর্মী নিয়োগ করা হবে।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৩ অক্টোবর, ২০২২ তারিখে এবং শেষ হবে ১১ নভেম্বর, ২০২২ তারিখ।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - হেড কনস্টেবল (এডুকেশন অ্যান্ড স্ট্রেস কাউন্সিলর)
মোট শূন্যপদ - ২৩টি (পুরুষ - ২০টি, মহিলা - ৩টি)
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১১ নভেম্বর, ২০২২ অনুযায়ী ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET), ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST), লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিটেইলড মেডিক্যাল এক্সামিনেশন ও রিভিউ মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in।
অস্থায়ী হিসেবে নিয়োগ করা হলেও পরবর্তীকালে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in এর মাধ্যমে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৩ অক্টোবর, ২০২২ তারিখে এবং শেষ হবে ১১ নভেম্বর, ২০২২ তারিখ।
আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যম গুলির দ্বারা।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ