ISRO Recruitment: বিক্রম সারাভাই স্পেস সেন্টারে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ISRO এর অন্তর্গত বিক্রম সারাভাই স্পেস সেন্টারে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - VSSC - 330।
আবেদন করতে হবে অনলাইনে ৬ মে, ২০২৪ তারিখের মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) রিসার্চ সায়েন্টিস্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মেটেরোলজি/অ্যাটমোস্ফেরিক সায়েন্স এ মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৬ মে, ২০২৪ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।
বেতন - ৯৫,০০০/- টাকা
মেয়াদ - ৩ বছর
২) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - ১
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেটেরোলজি/অ্যাটমোস্ফেরিক সায়েন্স/ফিজিক্স এ মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৬ মে, ২০২৪ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।
বেতন - ৩৭,০০০/- টাকা
মেয়াদ - ১ বছর
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা, অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন VSSC এর অফিসিয়াল ওয়েবসাইট www.vssc.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে VSSC এর অফিসিয়াল ওয়েবসাইট vssc.gov.in এর মাধ্যমে ৬ মে, ২০২৪ তারিখের মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন VSSC এর অফিসিয়াল ওয়েবসাইট vssc.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ