ISICAL Jobs: ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
পোস্ট অনুযায়ী আবেদনের প্রক্রিয়া ও শেষ তারিখ ভিন্ন।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) অ্যাকাউন্টস অফিসার
বিজ্ঞপ্তি নম্বর - REC-06/2023-1,KOL
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ ACA/AICWA/MBA অথবা বি.কম গ্র্যাজুয়েট পাশ সহ SOGE এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং/,অথবা ইন্টারভিউ
আবেদনের শেষ তারিখ - ১৬ জুলাই, ২০২৩
অনলাইন আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট - isical.ac.in/jobs ।
আবেদন পত্র জমা করতে হবে এই ঠিকানায় - Senior Administrative Officer, HRD Unit, Indian Statistical Institute, 203, B.T.Road, Kolkata - 700108।
২) হিন্দি অফিসার
বিজ্ঞপ্তি নম্বর - REC-06/2023-2,KOL
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ অনুবাদে ডিপ্লোমা/সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
পারিশ্রমিক - ৪৫,০০০/- টাকা
অস্থায়ী নিয়োগ মেয়াদ - ১ বছর
আবেদনের শেষ তারিখ - ৩০ জুন, ২০২৩
অনলাইন আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট - isical.ac.in/jobs।
৩) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
বিজ্ঞপ্তি নম্বর - REC-06/2023-3,KOL
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২৩ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৪৫,০০০/- টাকা
অস্থায়ী নিয়োগ মেয়াদ - ৩১ মার্চ, ২০২৪
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ।
ইন্টারভিউ হবে - ১০ জুলাই, ২০২৩ তারিখ সকাল ১১টা থেকে।
ঠিকানা - Institute's Guest House, 205, B.T.Road, Kolkata - 700108
৪) স্ট্যাটিসটিকাল ট্রেনি
বিজ্ঞপ্তি নম্বর - PU/507/ADV/266
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ কম্পিউটার প্রোগ্রামিং এ অভিজ্ঞতা থাকতে হবে। ২০২৩ এ
চূড়ান্ত বর্ষের ছাত্র ছাত্রীরা যাদের রেজাল্ট প্রকাশিত হওয়া বাকি তারা আবেদনের যোগ্য।
বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা
অস্থায়ী নিয়োগ মেয়াদ - ৩১ মার্চ, ২০২৪
আবেদনের শেষ তারিখ - ১০ জুলাই, ২০২৩ তারিখ
আবেদনের জন্য ইমেল করতে হবে এই ইমেল আইডিতে - sosu@isical.ac.in।
আবেদন পত্র জমা করতে হবে এই ঠিকানায় - Professor in charge, Social Sciences Division, Indian Statistical Institute, 203, B.T.Road, Kolkata - 700108।
৫) প্রোজেক্ট লিঙ্কড পার্সন
বিজ্ঞপ্তি নম্বর - PU/507/ADV/283
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বোটানি/জুওলজি/ফরেস্ট্রি/লাইফ সায়েন্স বা সমতুল্য বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা
অস্থায়ী নিয়োগ মেয়াদ - ৩১ মার্চ, ২০২৪
আবেদনের শেষ তারিখ - ১০ জুলাই, ২০২৩ তারিখ
আবেদনের জন্য ইমেল করতে হবে এই ইমেল আইডিতে - abhi.mukh@yahoo.com।
আবেদন পত্র জমা করতে হবে এই ঠিকানায় - Professor in charge, Biological Science Division, Indian Statistical Institute, 203, B.T.Road, Kolkata - 700108।
প্রতি পোস্টের ক্ষেত্রেই আবেদন করার সময় খামের উপর পোস্টের নাম উল্লেখ করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট - isical.ac.in/jobs।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।