কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - REC -06/2023-4, KOL।
মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ জুলাই, ২০২৩ এর মধ্যে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দিয়ে দেওয়া হল -
পোস্টের নাম - ড্রাইভার ' A '
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯, ১০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং অথবা ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ জুলাই, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে ইনস্টিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইট www.isical.ac.in/jobs থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' Senior Administrative Officer, HRD Unit, Indian Statistical Institute, 203, B.T.Road, Kolkata - 700108 '।
খামের উপর পোস্টের নাম অব্যশই উল্লেখ করতে হবে।
আবেদনের অফিসিয়াল বয়ানঃ Download now
আবেদন মূল্য ৫০০/- টাকা। টাকা জমা করতে হবে NEFT/IMPS এর মাধ্যমে এই ঠিকানায় -
Account Name - Indian Statistical Institute
Account Number - 0071050000118
Bank - Punjab National Bank
IFSC CODE - PUNB0397700
যে সকল আবেদনকারী পূর্বে আবেদন করেছেন (বিজ্ঞপ্তি নম্বর - REC -6/2021-3, KOL dated 30/6/2021) তাদের পুনরায় আর আবেদন করার প্রয়োজন নেই।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইট www.isical.ac.in/jobs।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।