IRCTC Apprenticeship: ইন্ডিয়ান রেলওয়ে তে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডে (IRCTC) অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ২০ জুলাই, ২০২৩ এর মধ্যে।
আরও পড়ুনঃ উল্লেখযোগ্য সরকারি চাকরির খবর একনজরে
ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য
১) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৯টি
যোগ্যতা - মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
মেয়াদ - ১ বছর
২) এক্সিকিউটিভ প্রকিওরমেন্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - বি.কম গ্র্যাজুয়েট পাশ সহ সিএ ইন্টার/সাপ্লাই চেন বা সমতুল্য তে জ্ঞান থাকতে হবে।
মেয়াদ - ১ বছর
৩) এইচ আর পেরোল অ্যান্ড এমপ্লয়ি ডেটা ম্যানেজমেন্টপেরোল অ্যান্ড এমপ্লয়ি ডেটা ম্যানেজমেন্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ হতে হবে।
মেয়াদ - ১ বছর
৪) এক্সিকিউটিভ এইচ আর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ হতে হবে।
মেয়াদ - ১ বছর
৫) হিউম্যান রিসোর্স ট্রেনিং
শূন্যপদ - ১টি
যোগ্যতা - যে সকল আবেদনকারী গ্র্যাজুয়েট ডিগ্রী পড়ছে তারা আবেদন করতে পারবেন।
মেয়াদ - ৬ মাস
৬) মিডিয়া কো - অর্ডিনেটর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - যে সকল আবেদনকারী গ্র্যাজুয়েট ডিগ্রী পড়ছে তারা আবেদন করতে পারবেন।
মেয়াদ - ১ বছর
বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৫ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
স্টাইপেন্ড - নিয়ম বিধি অনুযায়ী প্রদান করা হবে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.com।
সাউথ সেন্ট্রাল জোনে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে www.apprenticeshipindia.gov.in এর মাধ্যমে ২০ জুলাই, ২০২৩ এর মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.com।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।