IPPB Recruitment: ডাক ব্যাঙ্কে শতাধিক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ডাক ব্যাঙ্কে শতাধিক কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - IPPB/CO/HR/RECT./2024-25/01।
আবেদন করতে হবে অনলাইনে ২৪ মে, ২০২৪ তারিখের মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) এক্সিকিউটিভ (অ্যাসোসিয়েট কনসালট্যান্ট)
শূন্যপদ - ২৮টি
যোগ্যতা - কম্পিউটার/সায়েন্স/আইটি/ইলেকট্রনিকস বিষয়ে ব্যাচেলর/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ ও ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২৪ অনুযায়ী ২২ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন - ১০,০০,০০০/- টাকা (CTC)
২) এক্সিকিউটিভ (কনসালট্যান্ট)
শূন্যপদ - ২১টি
যোগ্যতা - কম্পিউটার/সায়েন্স/আইটি/ইলেকট্রনিকস বিষয়ে ব্যাচেলর/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ ও ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২৪ অনুযায়ী ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন - ১৫,০০,০০০/- টাকা (CTC)
আরও পড়ুনঃ সবার জন্য কাজের সুযোগ
৩) এক্সিকিউটিভ (সিনিয়র কনসালট্যান্ট)
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - কম্পিউটার/সায়েন্স/আইটি/ইলেকট্রনিকস বিষয়ে ব্যাচেলর/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ ও ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২৪ অনুযায়ী ২২ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০,০০০/- টাকা (CTC)
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন IPPB এর অফিসিয়াল ওয়েবসাইট www.ippbonline.com।
৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। তবে পরবর্তীকালে আরো ২ বছর মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে IPPB এর অফিসিয়াল ওয়েবসাইট www.ippbonline.com এর মাধ্যমে ২৪ মে, ২০২৪ তারিখের মধ্যে।
ইন্টিমেশন চার্জ সহ আবেদন মূল্য ৭৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ইন্টিমেশন চার্জ বাবদ কেবল ১৫০/- টাকা জমা করতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IPPB এর অফিসিয়াল ওয়েবসাইট www.ippbonline.com।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ