ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ তথ্য ও সংস্কৃতি দপ্তরে অফিসার নিয়োগের অনলাইন ইন্টারভিউর দিনক্ষণ ঘোষণা করল ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 9(3)/2019।  

ইন্টারভিউ নেওয়া হবে গুগল মিট এ। এর আগে সরাসরি অফিসে ইন্টারভিউ নেওয়ার সময় সূচী স্থির কড়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারনে অফ লাইনে ইন্টারভিউ না নিয়ে অনলাইনে ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে দুদিন আগে থেকে এই লিঙ্কে আপলোড করতে হবে। লিঙ্ক চালু হবে ২৭ মে, ২০২১ থেকে। 

রোল নম্বর অনুযায়ী কার কোন সময় ইন্টারভিউ

 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে পি এস সি'র অফিসিসাল ওয়েবসাইটে। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ