Constable Recruitment: ইন্দো - টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে শতাধিক কনস্টেবল নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্দো - টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে কনস্টেবল পদে শতাধিক কর্মী নিয়োগ করা হবে।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের মধ্যে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
১) কনস্টেবল (কার্পেন্টার)
শূন্যপদ - ৭১টি
২) কনস্টেবল (প্লাম্বার)
শূন্যপদ - ৫২টি
৩) কনস্টেবল (মেসন)
শূন্যপদ - ৬৪টি
৪) কনস্টেবল (ইলেকট্রিশিয়ান)
শূন্যপদ - ১৫টি
যোগ্যতা - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই যোগ্যতা হল মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ,ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট , লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBPF এর অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ITBPF এর অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in এর মাধ্যমে ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের মধ্যে।
আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স- সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBPF এর অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।