India Post Recruitment: ভারতীয় ডাকের মেল মোটর সার্ভিসে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ভারতীয় ডাকের মেল মোটর সার্ভিসে কর্মী নিয়োগ করা হবে।
ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১০ আগস্ট, ২০২৪ তারিখের মধ্যে।
উল্লিখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - স্কিলড আর্টিসান্স
যে যে ট্রেডে এই পোস্টে নিয়োগ করা হবে সেগুলি হল :-
১) মেকানিক (মোটর ভেহিকেল)
শূন্যপদ - ৪টি
২) ওয়েলডার
শূন্যপদ - ১টি
৩) টায়ারম্যান
শূন্যপদ - ২টি
৪) টিনস্মিথ
শূন্যপদ - ১টি
৫) পেইন্টার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোটর মেকানিক ট্রেডের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতন - ১৯,৯০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া যোগ্যতা ও ট্রেড টেস্টের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় ডাকের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১০ আগস্ট, ২০২৪ তারিখের মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে ভারতীয় ডাকের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' THE SENIOR MANAGER, MAIL MOTOR SERVICE, 134 - A, SUDAM KALU AHIRE MARG, WORLI, MUMBAI - 400018 '।
আবেদন মূল্য ১০০/- টাকা ও এক্সামিনেশন মূল্য ৪০০/- টাকা। তবে এসসি /এসটি/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য ও এক্সামিনেশন মূল্য জমা দিতে হবে না।
টাকা পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা করতে হবে।
একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রতি ট্রেডের ক্ষেত্রে পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় ডাকের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ