ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে শিক্ষক নিয়োগ করবে নর্থ সেন্ট্রাল রেলওয়ে কলেজ। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৮ জুলাই, ২০২৩ এর মধ্যে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। দিনে সর্বাধিক ৫ টি এবং বছরে সর্বাধিক ২০০ দিন ক্লাস পাবেন। প্রাইমারি সেকশন সহ  বিভিন্ন ক্লাসের জন্য এই নিয়োগ হবে।

যোগ্যতা

 

প্রাইমারি শিক্ষকঃ উচ্চমাধ্যমিকে কমপক্ষে ৫০% নম্বর সহ ডিএড / বি এল এড / বি এড ডিগ্রি পাস হতে হবে। সি টেট বা রাজ্য প্রাইমারি টেট পাস হওয়া চাই।

সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী  অ্যাকাডেমিক মার্কস এ ছাড় রয়েছে।

 

 

ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারঃ ৫০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে  গ্র্যাজুয়েট বা ৪ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি পাস হতে হবে।  ড্রয়িং, মিউজিক, পি টি টিচার ছাড়া অন্যান্য বিষয়ে আবেদন করতে হলে বি এড পাস হওয়া চাই।

পোস্ট গ্র্যাজুয়েট টিচারঃ সংশ্লিষ্ট বিষয়ে  পোস্টগ্র্যাজুয়েট এবং বি এড ডিগ্রি থাকতে হবে।

 

নেওয়া হবে এই সমস্ত বিষয়ে

 

ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারঃ ইংরেজি, ম্যাথ, সায়েন্স, ভূগোল, মিউজিক, ড্রয়িং, সোশ্যাল সায়েন্স ও পি টি আই।

পোস্ট গ্র্যাজুয়েট টিচারঃ বায়োলজি, ইকনমিক্স, কমার্স, হিস্ট্রি, ইংরেজি, ম্যাথ, ভূগোল ও কেমিস্ট্রি

প্রতিটি পোস্ট এর ক্ষেত্রেই হিন্দি এবং ইংরেজি তে পড়ানোয় দক্ষ হতে হবে।

 

বেতন

 

প্রাইমারি শিক্ষকঃ মাসিক ২১ হাজার ২৫০ টাকা।

ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারঃ ২৬ হাজার ২৫০ টাকা

পোস্ট গ্র্যাজুয়েট টিচারঃ ২৭ হাজার ৫০০ টাকা

 

কবে কোনদিন ইন্টারভিউ

 

কারা ইন্টারভিউতে ডাক পাবেন তার তালিকা ১৭ জুলাই প্রকাশিত হবে।

 

আরও পড়ুনঃ একাধিক কোম্পানিতে বিভিন্ন পদে নিয়োগ

প্রাইমারি শিক্ষকঃ ২১ জুলাই  

ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারঃ ২০ জুলাই 

পোস্ট গ্র্যাজুয়েট টিচারঃ ১৯ জুলাই

 

কিভাবে আবেদন করবেন

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে ৮ জুলাই, ২০২৩ এর মধ্যে।

সমস্ত যোগ্যতার প্রত্যয়িত জেরক্স কপি সহ পূরণ  করা আবেদনপত্র রেজিস্টার্ড বা স্পীড পোস্ট এর মাধ্যমে পৌঁছাতে হবে এই ঠিকানায়ঃ “The Principal, North Central Railway College, Tundla, District Foirozabad, Pin 283204, UP”।

আবেদনপত্রের বয়ান এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি পাওয়া যাবে এমপ্লয়মেন্ট নিউজ এর ১ – ৭ জুলাই, ২০২৩ এর সংখ্যাতে।

এই বিষয়ে আর বিস্তারিত তথ্যের জন্য  এমপ্লয়মেন্ট নিউজ এর ১ – ৭ জুলাই, ২০২৩ এর সংখ্যা।

 

প্রতিনিয়ত  সরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ