ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় রেলের কোচ ফ্যাক্টরিতে বিভিন্ন ট্রেডে মোট ৫৫০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ৪ মার্চ, ২০২৩ এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprenticeship Act 1961 অনুযায়ী।

 

 

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) ফিটার
শূন্যপদ - ২১৫টি

২) ওয়েল্ডার (G&E)
শূন্যপদ - ২৩০টি

৩) মেশিনিস্ট
শূন্যপদ - ৫টি

৪) পেইন্টার (G)
শূন্যপদ - ৫টি

৫) কারপেন্টার
শূন্যপদ - ৫টি

৬) ইলেকট্রিশিয়ান
শূন্যপদ - ৭৫টি

৭) এসি অ্যান্ড রেফ. মেকানিক
শূন্যপদ - ১৫টি

যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে NTC সার্টিফিকেট থাকতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

বয়স - বয়স হতে হবে ৩১ মার্চ, ২০২৩ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - Apprenticeship Act 1961 অনুযায়ী প্রদান করা হবে।

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

আবেদন পত্রে দেওয়া যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে রেলের অফিসিয়াল ওয়েবসাইট rcf.indianrailways.gov.in এর মাধ্যমে ৪ মার্চ, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন রেলের অফিসিয়াল ওয়েবসাইট rcf.indianrailways.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ