ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ভারতীয় নৌ বাহিনীতে মোট ৩৬২ জন কর্মী নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

 

 

আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৬ আগস্ট, ২০২৩  তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ২৫ আগস্ট, ২০২৩।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) ট্রেডসম্যান মেট

শূন্যপদ - ৩৩৮টি

 

২) ট্রেডসম্যান মেট (NAD)

শূন্যপদ - ২৪টি

 

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

স্ক্রিনিং টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পোর্ট ব্লেয়ার এ লিখিত পরীক্ষা নেওয়া হবে ।

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://karmic.andaman.gov.in/HQANC

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট https://karmic.andaman.gov.in/HQANC  এর মাধ্যমে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৬ আগস্ট, ২০২৩  তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ২৫ আগস্ট, ২০২৩।

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় নৌ বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট karmic.andaman.gov.in/HQANC  অথবা www.andaman.gov.in  বা www.ncs.gov.in  বা www.indiannavy.nic.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ