কলকাতার মিউজিয়ামে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 03/2023।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ জুন, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) কিউরেটর
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - অ্যানথ্রোপলজি/ভারতীয় ইতিহাস/পার্সিয়ান/আর্কিওলজি/মিউজিওলজি/পালি/সংস্কৃত/প্রাকৃত/আরবিক/ফাইন আর্টস/কনজারভেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং ৫ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫ জুন, ২০২৩ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬৭,৭০০/- টাকা - ২,০৮,৭০০/- টাকা
২) পাবলিকেশন অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইতিহাস/ইংরেজি/বাংলা/পার্সিয়ান/আরবিক/ফাইন আর্টস/মাস কমিউনিকেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫ জুন, ২০২৩ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬৭,৭০০/- টাকা - ২,০৮,৭০০/- টাকা
৩) ডেপুটি কিউরেটর (কনজারভেশন)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিস্ট্রি বিষয় সহ মাস্টার্স ডিগ্রী/কনজারভেশন/ফাইন আর্টসে বি.এসসি পাশ সহ ৮ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫ জুন, ২০২৩ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা
৪) হেড মডেলার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫ জুন, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা ১,১২,৪০০/- টাকা
৫) লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ ভারতীয় ইতিহাস/অ্যানথ্রোপলজি/আর্টস বিষয়ে মাস্টার্স ডিগ্রী বা অনার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি রিসার্চ ওয়ার্কেও অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫ জুন, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা ১,১২,৪০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ জুন, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট indianmuseumkolkata.org থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Director - in - charge, Indian Museum, 27, Jawaharlal Nehru Road, Kolkata - 700016 '।
আবেদনের অফিসিয়াল বয়ানঃ Download Now
খামের উপর কোন পোস্টের জন্য আবেদন করা হয়েছে সেটি অবশ্যই উল্লেখ করতে হবে।
পাশাপাশি আবেদন পত্র সহ প্রয়োজনীয় তথ্যাদি পিডিএফ ফরম্যাটে ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে - indianmuseumkolkata2@gmail.com।
একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রতি পোস্টের ক্ষেত্রে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট indianmuseumkolkata.org ।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।