ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার ন্যাশানাল মিউজিয়ামে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 02/2024।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে।



পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য



১) হিন্দি ট্রান্সলেটর 

শূন্যপদ - ১টি

যোগ্যতা -  হিন্দি বিষয়ে গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


২) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান 

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ভারতীয় ইতিহাস/অ্যানথ্রোপোলজি/আর্কিওলজি বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রী সহ লাইব্রেরী সায়েন্স এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


৩) মডেলার 

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/ডিগ্রী থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


৪) গাইড লেকচারার - জুওলজি

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৪ অক্টোবর, ২০২৪ তারিখ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

বেতনক্রম - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বেতনক্রম ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা



আবেদন পদ্ধতি



আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট indianmuseumkolkata.org


আবেদন পত্রের বয়ানঃ Download Now


আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - ' Director - In - Charge, Indian Museum, Jawaharlal Nehru Road, Kolkata - 700016 '

পাশাপাশি আবেদন পত্রের পিডিএফ ফাইল ইমেল করে পাঠাতে  হবে এই ইমেল আইডিতে Indianmuseumkolkata2@gmail.com

একাধিক পোস্টের আবেদনের জন্য পৃথক পৃথক ভাবে ফর্ম পাঠাতে হবে।


অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now


আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট https://indianmuseumkolkata.org


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ