Indian Army Jobs: ভারতীয় সেনা বাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ
স্কিল টেস্ট ডেস্কঃ ভারতীয় সেনা বাহিনীতে স্টেনো, ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/2023।
মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) স্টেনোগ্রাফার গ্রেড - II
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে স্কিলস থাকতে হবে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
২) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটার ও টাইপিং এ দক্ষতা থাকতে হবে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
৩) মেসেঞ্জার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি
ফিজিক্যাল/প্র্যাক্টিক্যাল/স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট www.indianarmy.nic.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ এপ্রিল, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট www.indianarmy.nic.in থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Colonel (General staff), Headquarters 111 Sub Area, Bengdubi Military Station, Post office - Bengdubi, District - Darjeeling, Pin - 734424 '।
খামের উপর লিখতে হবে - ' APPLICATION FOR THE POST OF STENOGRAPHER GRADE - II/LOWER DIVISION CLERK/MESSENGER '।
একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। কেবল মাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট www.indianarmy.nic.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।