India Post Recruitment: মাধ্যমিক পাশ যোগ্যতায় ভারতীয় ডাকে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ভারতীয় ডাকে কর্মী নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৪ নভেম্বর, ২০২৩ এর মধ্যে।
আরও পড়ুনঃ সবার জন্য কাজের সুযোগ
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দিয়ে দেওয়া হল : -
পোস্টের নাম - স্টাফ কার ড্রাইভার
শূন্যপদ - ১১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও ভারী এবং হালকা যানবাহন চালানোর ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি মোটর মেকানিসম সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
প্রবেশন পিরিয়ড - ২ বছর
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় ডাকের অফিসিয়াল ওয়েবসাইট https://www.indiapost.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৪ নভেম্বর, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে ভারতীয় ডাকের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in অথবা www.mppost.gov.in থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি, পাসপোর্ট ছবি প্রভৃতি সহ আবেদন পত্র খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - " Asstt Director (Estt/Rectt), O/o Chief Postmaster General, M.P.Circle, Bhopal - 462027 "।
খামের উপর লিখতে হবে - " APPLICATION FOR THE RECRUITMENT TO THE POST OF STAFF CAR DRIVER (ORDINARY GRADE)"।
আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে পোস্টাল অর্ডারের মাধ্যমে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় ডাকের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in অথবা www.mppost.gov.in।
এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।