India Post Jobs: ভারতীয় ডাকে ৪০,৮৮৯ জন কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় ডাকে গ্রামীণ ডাক সেবক হিসেবে সারা দেশব্যাপী মোট ৪০,৮৮৯ জন কর্মী নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
মোট শূন্যপদ - ৪০,৮৮৯টি
রাজ্য অনুযায়ী শূন্যপদ ভিন্ন।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্যপদ - ২,১২৭টি
যে যে পোস্টে নিয়োগ করা হবে সেগুলি হল -
১) ব্রাঞ্চ পোস্ট মাস্টার
বেতনক্রম - ১২,০০০/- টাকা - ২৯,৩৮০/- টাকা
২) অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ডাক সেবক
বেতনক্রম - ১০,০০০/- টাকা - ২৪,৪৭০/- টাকা
আরও পড়ুনঃ Government Jobs: মাসের সেরা সরকারি চাকরির খবর
যোগ্যতা - ইংরেজি ও গণিত বিষয় সহ মাধ্যমিক পাশ এবং আঞ্চলিক ভাষাতে দক্ষতা থাকতে হবে।
পাশাপাশি কম্পিউটারে জ্ঞান ও সাইকেল চালানো জানতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় ডাকের অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in এর মাধ্যমে ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।
আরও পড়ুনঃ ৫ টি সংস্থায় চাকরির খবর
আবেদন মূল্য ১০০/- টাকা। এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা/ট্রান্সজেন্ডার এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI ইত্যাদির মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় ডাকের অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ