ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: ইন্ডব্যাঙ্ক মার্চেন্ট ব্যাংকিং সার্ভিসেস লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ২২ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

পোস্টের নাম - ডিলার ফর স্টক ব্রোকিং টার্মিনালস

শূন্যপদ - ১২টি

যোগ্যতা - NISM/NCFM যোগ্যতা সহ গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়োগ করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন পত্র ডাউনলোড করতে হবে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.indbankonline.com থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' Head Administration, Indbank Merchant Services Pvt Ltd, 480, 1st floor, Khivraj Complex, 1, Anna Salai, Nandanam, Chennai - 600035। '

পাশাপাশি পাঠাতে হবে এই ইমেল আইডিতে - recruitment@indbankonline.com

আবেদনের শেষ তারিখ ২২ এপ্রিল, ২০২৩ তারিখ।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.indbankonline.com

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ