ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকি তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - IITR/Rect Cell/2023/1।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ১৩ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

ক) গ্রুপ - বি এর অন্তর্গত যে যে পোস্টে নিয়োগ করা হবে সেগুলি হল - 

 

১) জুনিয়র টেকনিক্যাল সুপারিটেনডেন্ট

শূন্যপদ - ১০টি

যোগ্যতা - ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/ফিজিক্স/কেমিস্ট্রি বিষয়ে এম.এসসি অথবা বি.ই /বি.টেক ডিগ্রী অথবা বি.এসসি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা অথবা এমসিএ সহ ১ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

 

২) অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার (মহিলা)

শূন্যপদ - ২টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেনিং ও দুই চাকার গাড়ি  চলনোর দক্ষতা থাকতে হবে।

 

৩) অ্যাসিস্ট্যান্ট সেফটি অফিসার 

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

৪) জুনিয়র টেকনিক্যাল আর্কিটেক্ট 

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ ৩ বছরের অভিজ্ঞতা এবং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।

 

৫) কোচ (টেবিল টেনিস, সুইমিং)

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী/ডিপ্লোমা এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

৬) স্টাফ নার্স 

শূন্যপদ - ২টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ GNM কোর্স করে থাকতে হবে এবং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।

 

৭) জুনিয়র টেকনিক্যাল সুপারিটেনন্ডেন্ট (প্যাথওলজি)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার সহ সংশ্লিষ্ট কাজ সম্পর্কে দক্ষতা থাকতে হবে।

 

৮) জুনিয়র সুপারিটেনন্টেন্ড

শূন্যপদ - ১২টি

যোগ্যতা - ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

 

বয়স - উল্লেখিত প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম -  উল্লেখিত প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বেতনক্রম হল ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা।

 

 

খ) গ্রুপ - সি এর অন্তর্গত যে যে পোস্টে নিয়োগ করা হবে সেগুলি হল - 

 

৯) জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্স

শূন্যপদ - ২৩ টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী অথবা বিসিএ অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

 

১০) ড্রাইভার গ্রেড ll 

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই কোর্স এবং দুই বছরের অভিজ্ঞতা ও ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

 

১১) জুনিয়র অ্যাসিস্ট্যান্স

শূন্যপদ - ২৩টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

 

বয়স - উল্লেখিত প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - উল্লেখিত প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বেতনক্রম হল ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.iitr.ac.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.iitr.ac.in এর মাধ্যমে ১৩ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আবেদন মূল্য ৫০০/- টাকা। কিন্তু অন্যান্য ক্যাটাগরিদের ক্ষেত্রে ৪০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে লিঙ্কের মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.iitr.ac.in

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ  গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ