ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ। বিজ্ঞপ্তি নম্বর - IIITR/RG/2023/53।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৮ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী এবং ৮ বছরের কাজের অভিজ্ঞতা অথবা প্রথম শ্রেণীর এম.ই/

এম.টেক ডিগ্রী এবং ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

 

২) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৩) জুনিয়র অ্যাকাউন্টস অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রী এবং ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৪) জুনিয়র সুপারিনটেনডেন্ট (পার্চেস)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রী এবং ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৫) জুনিয়র সুপারিনটেনডেন্ট (এস্টাবলিশমেন্ট)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রী এবং ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৬) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট (নেটওয়ার্কিং)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - বি.ই/বি.টেক/এম.এসসি/এমসিএ ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৭) জুনিয়র সুপারিনটেনডেন্ট (লাইব্রেরী)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েশন ডিগ্রী পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর/মাস্টার্স ডিগ্রী বা সমতুল্য থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৮) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী পাশ এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

৯) জুনিয়র টেকনিশিয়ান

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা/ব্যাচেলর ডিগ্রী/আই টি আই পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা/স্কিল টেস্ট/ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.iiitranchi.ac.in

রাঁচি, ঝাড়খন্ডে এই নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৮ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.iiitranchi.ac.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Registrar, Indian Institute of Information Technology Ranchi, Science and Technology Campus, Sirkha Toli, Namkum, Ranchi - 834010,  Jharkhand, India '।

খামের উপর লিখতে হবে - " APPLICATION FOR THE POST OF ____________ " and " CATEGORY - UR/SC/ST/OBC/EWS etc. "

আবেদন মূল্য ১০০০/- টাকা। টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of " Indian Institute of Information Technology Ranchi " payable at Namkum, Ranchi '।

একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.iiitranchi.ac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ