ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটাতে (IIMC) ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৮ জুন, ২০২৩ এর মধ্যে।

 

উল্লেখিত পোস্টে  কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-

পোস্টের নাম - সিনিয়র ম্যানেজার (অ্যাকাউন্টস)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ বি.কম গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ জুন, ২০২৩ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

পারিশ্রমিক - ৭০,০০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্য এবং টেস্ট/ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.iimcal.ac.in

৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। তবে কাজের মান এবং প্রয়োজন অনুসারে পরবর্তীকালে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৮ জুন, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.iimcal.ac.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে জমা করতে হবে এই ঠিকানায় - ' Senior Administrative Officer (HR), Indian Institute of Management Calcutta, D.H. Road, P.O. - Joka, Kolkata - 700104 '।

 

আবেদনপত্রের অফিসিয়াল বয়ানঃ Download Now

 

আবেদন মূল্য ২০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of " Indian Institute of Management Calcutta " payable at Kolkata '।

অনলাইনেও আবেদন মূল্য জমা করা যাবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন : iimcal.ac.in/APSM

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ