ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স এর পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি নিচ্ছে কল্যাণী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৬ জুন, ২০২৩ এর মধ্যে।

 

কোর্সের মেয়াদ সহ  কারা কোন যোগ্যতায় এই কোর্সে ভর্তি হতে পারবেন তা নীচে দেওয়া হলঃ 

কোর্সের নাম - এক্সিকিউটিভ এম.টেক

আসন সংখ্যা - ৩০টি

যোগ্যতা - সংশ্লিষ্ট শাখাতে বি.টেক / বি.ই / এম.এসসি / এম.এস / এম.সিএ ডিগ্রী থাকতে হবে।

কোর্স শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৩ জুলাই, ২০২৩।

অনলাইনে শনিবার ও রবিবার ক্লাস করানো হবে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে ছাত্র ছাত্রীদের নির্বাচিত করা হবে।

পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় ৭ জুলাই, ২০২৩।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইট iiitkalyani.ac.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৬ জুন, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইট iiitkalyani.ac.in থেকে।

 

আবেদন পত্রের অফিসিয়াল বয়ানঃ Download now

 

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ আবেদন পত্র স্ক্যান করে ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে cep@iiitkalyani.ac.in

 

আবেদন মূল্য ৫০০/- টাকা। টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফট বা অনলাইনের মাধ্যমে। ডিমান্ড ড্রাফট করতে হবে এই ঠিকানায় - ' in favour of CONTINUING EDUCATION PROGRAMME (CEP) IIIT KALYANI  payable at Kalyani ' বা অনলাইনে ব্যাঙ্ক ট্রানজ্যাকসনের মাধ্যমে।

Name - CONTINUING EDUCATION PROGRAMME (CEP), KALYANI

A/c No. - 40031861091

IFSC - SBIN0006701

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইট iiitkalyani.ac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ