ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিসম এ নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিসম এ কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/IIG/HRD/2023।
আবেদন করতে হবে অনলাইনে ২০ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - জুনিয়র রিসার্চ ফেলো
শূন্যপদ - ২৫টি
যোগ্যতা - ফিজিক্স/জিওফিজিক্স/স্পেস ফিজিক্স/অ্যাপ্লাইড জিওলজি অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথেমেটিকস বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ এম.এসসি/এম.এসসি (টেক) ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি বি.এসসি গ্র্যাজুয়েশন লেভেলে ফিজিক্স/ম্যাথেমেটিকস বিষয় থাকতে হবে।
চূড়ান্ত বর্ষের ছাত্র ছাত্রীরা আবেদনের যোগ্য।
বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৩ অনুযায়ী ২৫ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি
GATE/NET/INSPIRE JRF এর সার্টিফিকেট/নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট http://www.iigm.res.in/careers/research-scholars এর মাধ্যমে ২০ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট http://www.iigm.res.in/careers/research-scholars।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।