IIAP Job: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - IIA/32/2022।
আবেদন করতে হবে অনলাইনে ২৮ মার্চ, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) আপার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ যে কোন শাখাতে গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পাশাপাশি কম্পিউটারেও দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
২) অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ যে কোন শাখাতে গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পাশাপাশি কম্পিউটারেও দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং/স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন IIAP এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.iiap.res.in/iia_jobs/
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে IIAP এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.iiap.res.in/iia_jobs/ এর মাধ্যমে ২৮ মার্চ, ২০২৩ এর মধ্যে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IIAP এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.iiap.res.in/iia_jobs/ ।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।