ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এ কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং অ্যান্ড অ্যাপ্লাইড নিউট্রিশন এ কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৯ মে, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) অ্যাসিস্ট্যান্ট লেকচারার কাম অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
২) টিচিং অ্যাসোসিয়েট
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং NHTET পাশ এবং অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৯ মে, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
টিচিং অ্যাবিলিটি টেস্ট এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৯ মে, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে IHM এর অফিসিয়াল ওয়েবসাইট www.ihmctan.edu থেকে। আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Principal, Institute of Hotel Management Catering and Applied Nutrition, Mumbai '।
আবেদন পত্রের অফিসিয়াল বয়ানঃ Download Now
আবেদন মূল্য ৫০০/- টাকা। টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of " Institute of Hotel Management " payable at Mumbai '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IHM এর অফিসিয়াল ওয়েবসাইট www.ihmctan.edu।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।